Shibaji Shibaji Lyrics (শিবাজী শিবাজী) – Shayon Biswas
শিবাজী শিবাজী গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | চাম্প মুভির গান | শায়ন বিশ্বাসের কণ্ঠ | জিৎ গাঙ্গুলির সুর | শ্রীজাতের গীত | Shibaji Shibaji Song Lyrics | Dev Rukmini Movie Song
গানের বিবরণ
🎬 চলচ্চিত্র: চাম্প (CHAAMP)
🎵 গানের নাম: শিবাজী শিবাজী
🎤 কণ্ঠশিল্পী: শায়ন বিশ্বাস
🎼 সুরকার: জিৎ গাঙ্গুলি
✍️ গীতিকার: শ্রীজাত
🌟 অভিনয়ে: দেব ও রুক্মিণী মৈত্র
🏢 প্রযোজনা: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড
🏷️ মিউজিক লেবেল: জি মিউজিক কোম্পানি
শিবাজী শিবাজী – বাংলা গানের লিরিক্স
আক্কার-বাক্কার
ভুল ভুলাইয়া
এক ঘুষিতেই কাট রে ভাইয়া
আও দেখো রঙরা ভাইয়া
শিবাজী…
চাক্কার-শাক্কার ধুম-দু-মারা
ঘুম ভুলেছে গঞ্জপাড়া
আসছে তেরে শোরে দারা
শিবাজী..
মুঠো ভরা গ্লাভস
চোয়ালে কি চাপ্স
লাগলেই খেলা শেষ
ওরে বাপ-রে বাপ’স
আরে বেড়ম ছুটে গাছে উঠে
মাটি ছুটে লাফ’স
শিবাজী, শিবাজী, শিবাজী
আয় বলরাম আয় রে বোষির
খেলা দেখে যা
চুরছে ঘুষি
মুহাম্মদের ছেলে দেখে যা (২x)
চোর-চাপাটি গাল-কপালি
চলছে সেটো সাত-শকালে
শুধু সাত-শকালে?
পায়ের নীচে কেমন নাচে
ভেল দেখে যা
সাইকেল ক্রিং ক্রিং
শয়ল এলেটিং
নেবো চেনে খাপে খাপে
এই দুনিয়ায় রিং
শিবাজী, শিবাজী, শিবাজী
আক্কার-বাক্কার ভুল ভুলাইয়া
এক ঘুষিতেই কাট রে ভাইয়া
আও দেখো রঙরা ভাইয়া
শিবাজী, শিবাজী, শিবাজী (২x)
❓ Frequently Asked Questions
Q: গানটি কোন চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে?
A: গানটি “চাম্প” চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে।
Q: গীতিকার কে?
A: গীতিকার শ্রীজাত।
Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি Zee Music Company-এর YouTube চ্যানেল ও সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
Q: চলচ্চিত্রটির পরিচালক কে?
A: চলচ্চিত্রটির পরিচালক রাজা চন্দ।