Sawan Aaya Hai Bengali Version
ঝরে যা বৃষ্টি হয়ে তুই, আমার এই জীবনে
ভিজবো তোর ভালোবাসায়, আমি যে গোপনে
মনের গভীরে সব বাঁধা পেরিয়ে
চোখের আড়ালে তোকে রাখব যে জড়িয়ে
মিলবো আজ এ ভাবে আমরা যে দুজনে..[x২]
নেই তুই যে পাশে, তাই মন যে কিছু মানে না
চায় শুধু তোকে, আর মন যে কিছু জানে না
এভাবে আর শোরে তুই, থাকিস না রে ও প্রিয়া
জ্বলে আগুনে বুকে, পড়ে আমার এই হিয়া
বলবো কি করে জানি না কোন ভাষায়
আজ বসে গেছে মন তোর উজানে..
ঝরে যা বৃষ্টি হয়ে তুই, আমার এই জীবনে
ভিজবো তোর ভালোবাসায়, আমি যে গোপনে
মনের গভীরে সব বাঁধা পেরিয়ে
চোখের আড়ালে তোকে রাখব যে জড়িয়ে
মিলবো আজ এ ভাবে আমরা যে দুজনে..
ভেজা ভেজা দুঃখ যে তোর কত কথা বলে যায়
তোকে দেখে এক পলকে মন যে সবি ভুলে যায়
বাঁধিস না আর নিজেকে, মনের দরজা খুলে দে
ভালোবাসার আকাশেতে স্বপ্নের দানা মেলে দে
বলছে সময় এই অনুরাগ…
বদলে যাবে আজ শুধু মিলনে
নেমে আয় বৃষ্টি হয়ে তুই, আমার এই জীবনে
ভিজবো তোর ভালোবাসায়, আমি যে গোপনে
মনের গভীরে সব বাঁধা পেরিয়ে
চোখের আড়ালে তোকে রাখব যে জড়িয়ে
মিলবো আজ এ ভাবে আমরা যে দুজনে..