Rongin Sutor Valobashay Lyrics (রঙিন সুতোর ভালোবাসায়) – Tahsan
রঙিন সুতোর ভালোবাসায় গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | প্রিয় নিতু নাটকের গান | তাহসান খানের কণ্ঠ | সাজিদ সরকারের সুর | Rongin Sutor Valobashay Lyrics | Tahsan Khan Romantic Song | CD Choice Music
গানের বিবরণ
📺 নাটক: প্রিয় নিতু
🎵 গানের নাম: রঙিন সুতোর ভালোবাসায়
🎤 কণ্ঠশিল্পী: তাহসান খান
🎼 সুর ও সঙ্গীত: সাজিদ সরকার
✍️ গীতিকার: মিজানুর রহমান আরিয়ান
🎬 পরিচালক: মিজানুর রহমান আরিয়ান
🏷️ মিউজিক লেবেল: সিডি চয়েস
রঙিন সুতোয় ভালোবাসায় – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স
দেখেছো তুমি মেঘের ছায়া
দেখোনি চিলেকোঠার জানালায়
ডাকছে তোমার আলো
ভেবেছো তুমি ভুল সবই
ভাবোনি আছে তোমার কেউ
যে বসবে তোমায় ভালো
আসবে কাছে আরো
বসবে তোমায় ভালো
এমন করে রাখবে তোমায় আলয়..
চলো জীবন বাঁধি নতুন করে
রঙিন সুতোয় ভালোবাসায়
এই রাতের তারা হয়ে রই
দেখি নতুন আশায়, ভালোবাসায়
চেয়েছো কতো রাত নিরঘুম
দেখোনি ব্যালকনিতে জেগে থাকা
ওই নিশার আকাশ
হেটেছো অজানা পথে তুমি
বোঝোনি তখন গায়ে লাগা সে
দক্ষিণা বাতাস…
আসবে নেমে আকাশ
যাবে ছুঁয়ে বাতাস
কেটে যাবে সব দীর্ঘশ্বাস
চলো জীবন বাঁধি নতুন করে
রঙিন সুতোয় ভালোবাসায়
এই রাতের তারা হয়ে রই
দেখি নতুন আশায়, ভালোবাসায়
দেখেছো তুমি মেঘের ছায়া
দেখোনি চিলেকোঠার জানালায়
ডাকছে তোমার আলো
ভেবেছো তুমি ভুল সবই
ভাবোনি আছে তোমার কেউ
যে বসবে তোমায় ভালো
আসবে কাছে আরো
বসবে তোমায় ভালো
এমন করে রাখবে তোমায় আলয়..
চলো জীবন বাঁধি নতুন করে
রঙিন সুতোয় ভালোবাসায়..
এই রাতের তারা হয়ে রই
দেখি নতুন আশায়, ভালোবাসায়
❓ Frequently Asked Questions
Q: গানটি কোন নাটকের জন্য তৈরি করা হয়েছে?
A: গানটি “প্রিয় নিতু” নাটকের জন্য তৈরি করা হয়েছে।
Q: গীতিকার কে?
A: গীতিকার মিজানুর রহমান আরিয়ান।
Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
Q: সঙ্গীত পরিচালক কে?
A: সঙ্গীত পরিচালক সাজিদ সরকার।