ROCK AND ROLL – Anupam Roy
আসল কিভাবে শুরু হয়েছিল
সেটা ভুলে গিয়েই হেঁটে চলেছি রোজ
ধরালো কিছু নখ
সারানো কিছু দাঁত
ডুবেলা আমায় এরা করে যায় খোঁজ (x২)
আমি লিখে রাখি এক-কোণে
আমার প্রিয় কিছু গানের নাম
এই শূন্য মিছিলে
তুমি সব কিনে নিলে
তাই বেঁচে থেকে নেই আরাম…
আমি জানি এত শব্দে আসে না ঘুম
তাই জেগে থাকে যারা
তাদের গান শোনাতে চাই
আমাকে মারতে পাঠিয়েছিল যাদের
তাদের রক্তে মিশিয়ে দিলাম
রক অ্যান্ড রোল
কবরে হেঁটে যায় জীবিত কিছু লাশ
তফাৎ কিছু নেই শুধু ফেলে নিঃশ্বাস
এরাই টানে রথ
এদেরি হাতে চাকা
অন্তর্জামি হাসে পুরোটাই ফাঁকা
আমি টিকে আছি কোনো-মতে
এই মৃত শহরের বুকে
এই শুন্যের ভিড়ে
এই জীর্ণ শরীরে
আমি গান গাই কোন সুখে..
আমি জানি এত শব্দে আসে না ঘুম
তাই জেগে থাকে যারা
তাদের গান শোনাতে চাই
আমাকে মারতে পাঠিয়েছিল যাদের
তাদের রক্তে মিশিয়ে দিলাম
রক অ্যান্ড রোল
রক অ্যান্ড রোল
রক অ্যান্ড রোল