PREM MANE Lyrics – Akopot The Band
প্রেম মানে স্বপ্নের অভিযান
প্রেম মানে হৃদয়ে কোলাতান
প্রেম মানে একরোখা অভিমান
প্রেম মানে শুতে বাধা দুটি প্রাণ
মিথ্যে সহকার একটু আশা নিয়ে
বেশ্ত জীবন ছুটে চলা বাধা এড়িয়ে [x২]
প্রেম মানে হারানো বেদনা
প্রেম মানে শুধুই চলোনা [x২]
প্রেম মানে বুকে কষ্ট ধরে
প্রেম মানে দূরে তুমি গেছো চলে
দূরে গিয়েও আছো এই মন জুড়ে..
সেই মিলতে থাকবে তুমি সঙ্গী হয়ে
প্রেম মানে হৃদয়ে শিহরণ
প্রেম মানে শারীরিক সম্মোহন [x২]
প্রেম মানে আসে থমকে যায় জীবন
এই জীবন-অরণ্যে তোমায় চায় এই মন
এই জীবন-অরণ্যে তোমায় চায় এই মন..
ভালো থেকো তুমি… প্রিয়জন