PREM MANE 2 Lyrics – Akopot The Band
নষ্ট সময়ে পরিণতির আশ্বাস
মিথ্যে ওঝাটাতে
বেঁচে থাকার দীর্ঘশ্বাস
কল্পিত সুখে স্বপ্ন গুলো আজ বন্দী
চুপ থাকার অবিমানে
নিঃসংগতা আমার সঙ্গী
তবু ভালোবাসি নেই তুমি কাছে আজ-ই
একবার ফিরে এসো না
ফিরে এসে তুমি শূন্য হৃদয়-টা কে
আর যেনো ব্যথা দিও না [x২]
নষ্ট আমি আজ তোমার মাঝে
আমার মৃত্যু তবু তোমার সাথে বাঁচে
ভালো থেকো তুমি..
তবু ভালোবাসি নেই তুমি কাছে আজ-ই
একবার ফিরেইরে এসো না
ফিরে এসে তুমি শূন্য হৃদয়-টা তে
আর যেনো ব্যথা দিও ..