OPRAPTI LYRICS (অপ্রাপ্তি) – TAHSAN
অপ্রাপ্তি গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | তাহসান খানের কণ্ঠ | মেহেদী হাসান লিমনের গীত | শাকের রাজার সঙ্গীত | Oprapti Lyrics | Tahsan Khan Emotional Song | CMV Music
গানের বিবরণ
🎵 গানের নাম: অপ্রাপ্তি
🎤 কণ্ঠশিল্পী: তাহসান খান
🎼 সঙ্গীত: শাকের রাজা
✍️ গীতিকার: মেহেদী হাসান লিমন
🎶 সুর: নাজির মাহমুদ
🏢 প্রযোজনা: মোশন রক
🏷️ মিউজিক লেবেল: সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও [CMV]
অপ্রাপ্তি – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স
তুমি অনেক বদলে গেছো
আমি পারিনি সেটাই
তোমার আমার বদলে যাওয়া
অমিল শুধু এটাই
তোমার অপ্রাপ্তি গুলো
করেছে আমার পরিপূর্ণ
ভালোবাসা তোমায় ধন্যবাদ
এতোটা দুঃখ দেয়ার জন্য
ভালোবাসা.. তোমায় ধন্যবাদ
এতোটা দুঃখ দেয়ার জন্য (২x)
দূরে কাছে স্মৃতি গুলো
নিয়ম করে ভুলে যাই
ভালো আছি মুখে বলি
আসলেই কি আছি তাই…
নিকষ-কালো নির্জন পথে
তোমার ছায়ায় লাগে ভয়
ওদেখা এই মিথ্যে আলোয়
সুখ গুলো আমার নয়
তোমার অপ্রাপ্তি গুলো
করেছে আমার পরিপূর্ণ
ভালোবাসা তোমায় ধন্যবাদ
এতোটা দুঃখ দেয়ার জন্য
ভালোবাসা.. তোমায় ধন্যবাদ
এতোটা দুঃখ দেয়ার জন্য (২x)
❓ Frequently Asked Questions
Q: গানটি কবে প্রকাশিত হয়েছে?
A: গানটি সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (CMV) লেবেলে প্রকাশিত হয়েছে।
Q: গীতিকার কে?
A: গীতিকার মেহেদী হাসান লিমন।
Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
Q: সঙ্গীত পরিচালক কে?
A: সঙ্গীত পরিচালক শাকের রাজা।