ONE Bengali Movie Title Track Lyrics
কেউ কেউ ভক্ত হয়ে জন্মায়
আর কেউ ভগবান
তীরে এসে তরি গুলো ডুবে যাবে আজ
দেখে নিবি বিনা মেঘে পড়ে যাবে বাজ
মেঘে মেঘে যদি তোর বেলা বেড়ে যায়
আসবো আজ তোকে ভাঙবো আজ
ভেবে যদি নিশ এটা হিরকের দেশ
পদে পদে তোকে আমি করে দেব শেষ
ধুয়ে যাবি মুছে যাবি খেয়ে যাবি কেস
আসবো আজ তোকে ভাঙবো আজ
পায়ে পায়ে পাপ তোর জমলে
সময়ের মাপ তোর কমবে
জীবনের ঘড়ি যাবে থমকে
একটাই কাজ আমার একটাই কাজ
দিনে দিনে দুনিয়াটা পাল্টায়
লুকানো তাসেরা গুলো ওলটায়
শেয়ালেরা যেন আজ ঘোল খায়
একটাই কাজ আমার একটাই কাজ
ওয়ান – হে,
আই অ্যাম দ্য ওয়ান – হে
আই অ্যাম দ্য ওয়ান – হে
ভেঙে যেতে পারি তবু মোচকাই না
ওয়ান – হে, ওয়ান – হে, ওয়ান – হে
ভেঙে যেতে পারি তবু মোচকাই না
ডুবে ডুবে জল খাই আমি সেই বাঘ
শিকার সামনে পেলে কুমিরেরও বাপ
হয়ে যাবো হাওয়া শুধু রেখে যাবো চাপ
ধরবি আয়, এসে মরবি আয়
সেযানে সেযানে শুধু কোলা-কুলি হয়
পিছু নিলে ছেড়ে দেব এমনটা নয়
ছোট খাট আওয়াজে পেয়ে যাবি ভয়
ধরবি আয়, এসে মরবি আয়
দিন-রাত হাঁস-ফাঁস করবি
বেঁচে থেকে থেকে তুই মরবি
চুপি চুপি মনে মনে জলবি
গিলতে চাই তোকে গিলতে চাই
শেষ করে টেব তোর চেপ্টার
হাতে মেরে করে দেব চার-খার
এরকমি করে থাকি আকছার
গিলতে চাই তোকে গিলতে চাই
ওয়ান – হো,
আই অ্যাম দ্য ওয়ান – হো
আই অ্যাম দ্য ওয়ান – হো
ভেঙে যেতে পারি তবু মোচকাই না
ওয়ান – হো, ও হো হো ওয়ান – হো, ওয়ান – হো
ভেঙে যেতে পারি তবু মোচকাই না
না না না আগে না তো আনা মেরে আনা তো
মুখ না লাগানা মুঝে করলে না
জো বাস কি হ্যায় তেরে মেরে
সাত জো ভিড়েগা পড়েঙ্গা
লেনে কে দেনে কে
খুব ভালো
মুঝসে জলনে ওয়ালো
মেরা গুসসা খেদ সে ছোটি পে না নিকালো
মুঝকো হারাওগে না
রাখো উম্মীদ তো
আমি নেভার লুজ বো
আমি শুধু জিতবো
বেটা আব তো মারেঙ্গে
ইয়াহ মারেঙ্গে
জিতেঙ্গে না হারেঙ্গে
জাহান মিলা মৌকা
ওয়াহি পে তুমকো গারেঙ্গে
বাতেইন কম বন্দুক করেইন ব্লেজ
আই অ্যাম দ্য ওয়ান
খতম সারা কেস
খতম সারা কেস
আহ, আমি এন্ড করেইন কেস
বাতেইন কম বন্দুক করেইন ব্লেজ
আই অ্যাম দ্য ওয়ান
করাওন বন্ধ ইয়েহ প্লেস
ওয়ান – হো,
আই অ্যাম দ্য ওয়ান – হো
আই অ্যাম দ্য ওয়ান – হো
ভেঙে যেতে পারি তবু মোচকাই না
ওয়ান – হো, ও হো হো ওয়ান – হো, ওয়ান – হো
ভেঙে যেতে পারি তবু মোচকাই না