Olir O Kotha Shune Lyrics (অলির ও কথা শুনে) Hemanta Mukhopadhyay
এই কভারটি, “ওলিরো কথা শুনে“, হেমন্ত মুখোপাধ্যায়ের ক্লাসিক গানের একটি সুন্দর পুনঃব্যাখ্যা। দেবলীনা নন্দী, সায়ক চক্রবর্তী এবং প্রীতি বিশ্বাসের সঙ্গে এই গানটিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন, যেখানে সঙ্গীত পুনঃসজ্জিত করেছেন অতিশয় জৈন এবং মর্মস্পর্শী গিটার বাজিয়েছেন জাকিরুদ্দিন খান। স্টুডিও ভায়োলিনায় রেকর্ডিং থেকে শুরু করে তারুণ দাসের ফাইনাল মিক্স এবং মাস্টারিং পর্যন্ত প্রোডাকশনটি উচ্চমানের কারুকার্য প্রদর্শন করে। পাপনের পরিচালনায় ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং পোশাক ও মেকআপের সৃজনশীল ইনপুটগুলি সামগ্রিক উপস্থাপনায় গভীরতা যোগ করেছে।
Original song credits :
Song: Oliro Kotha Shune
Singer: Hemanta Mukherjee
Lyrics: Gouriprasanna Majumdar
Composition: Hemanta Mukherjee
Record label: Saregama india ltd.
Cover song credits:
Singer: Debolinaa Nandy
Ft. Debolinaa Nandy, Sayak Chackraborty, Prity Biswas
Music Rearrangement: Atishay Jain
Guitar: Jakiruddin Khan
Mix & Master: Tarun Das
Recording studio: studio violina
Story & concept: Debolinaa Nandy
D.O.P: Aniket Mukherjee & Animesh Mondal
Edit & cc,Directed by: Papan
Debolinaa’s costume: Rudra Saha
Sayak’s costume: Avijit Das
Makeup & Hair: Sandy Das
Olir O Kotha Shune Song Lyrics by Hemanta Mukhopadhyay :
অলির ও কথা শুনে বকুল হাঁসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু
ভাসো না তো
অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভু
ভালবাসো না তো
অলির ও কথা শুনে বকুল হাঁসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো