Nemeche Brishti Lyrics – Haatchani Band
লেগেছে উৎসব বাধাহীন বিদ্যুত
ভিজে যাওয়া রাস্তা
ছিঁড়ে যাওয়া ছোপ্পল
বারণ কোনো হাত
ছুঁয়ে নেয় উত্তাপ
থেমে গেল কিছু দৌড়
জমে গেল কত ভিড়.. [x২]
ছুটে চল আজ ভেজাবো শরীর
বলব কানে কানে ভাঙতে হবে প্রাচীর
ভেঙে যাওয়া ঘুমে তৈরি হলো সৃষ্টি
একবার চেয়ে দেখ নেমেছে বৃষ্টি
তবু আসে না যে ঘুম
আসে না বিরহ
কেঁদে ওঠে কেন মন
হেসে যায় কেন রাত
যত সুখ আছে তার আমার চিৎকার
দেখ আমি ভিজে যাই এখনো একা..
ছুটে চল আজ ভেজাবো শরীর
বলব কানে কানে ভাঙতে হবে প্রাচীর
ভেঙে যাওয়া ঘুমে তৈরি হলো সৃষ্টি
একবার চেয়ে দেখ..
নেমেছে বৃষ্টি….
খুঁজে নিতে কোনো উষ্ণ আচ্ছাদন
জাকিয়ে বসেছে শীতল উৎপাটন
চাদের এক কোণে চোখ বুজে দাড়িয়ে
সারা শরীর ভেজাবো গোপনে…
তবু আসে না যে ঘুম
আসে না বিরহ
কেঁদে ওঠে কেন মন
হেসে যায় কেন রাত