MOYNA SONG LYRICS (যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে তোরে কিইনা দিমু)– Tasrif Khan
যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে
তোরে কিইনা দিমু
খাঁটি সোনার গয়না রে (x2)
এই নাকের নোলক, কানের দুল
সোনার চুড়ি খোঁপায় ফুল (x2)
আরো দিমু, আরো দিমু, আরো দিমু
ঝিলমিলি ওই শাড়ি রে
যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে
তোরে কিইনা দিমু
খাঁটি সোনার গয়না রে (x2)
এই নুপুর দিমু, আলতা শোনো
কোমরেরও বিছা
যেটাই চাইবি সেটাই পাবি
তোর মনেরই ইচ্ছা (x2)
কবে আমার হইবি রে তুই বলনা রে
কবে আমার হইবি রে তুই বলনা রে
তোরে কিইনা দিমু
খাঁটি সোনার গয়না রে
যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে
তোরে কিইনা দিমু
খাঁটি সোনার গয়না রে
তুই যে আমার ময়না মনের
পিঞ্জিরারও পাখি
আদর কইরা, যতন কইরা
পুইশা বুকে রাখি (x2)
পাইলে তোরে হৈইমু সুখী সংসারে
এই পাইলে তোরে হৈইমু সুখী সংসারে
তোরে কিইনা দিমু
খাঁটি সোনার গয়না রে
যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে
তোরে কিইনা দিমু
খাঁটি সোনার গয়না রে (x2)