Moner Jore Cholche Deho Lyrics (মনের জুড়ে চলছে দেহ) – Habib Wahid

মনের জুড়ে চলছে দেহ গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | চন্দ্রগ্রহণ মুভির গান | হাবিব ওয়াহিদের কণ্ঠ | জুয়েল মাহমুদের গীত | Moner Jure Cholche Deho Lyrics | Habib Wahid Romantic Song

গানের বিবরণ

🎬 চলচ্চিত্র: চন্দ্রগ্রহণ
🎵 গানের নাম: মনের জুড়ে চলছে দেহ
🎤 কণ্ঠ ও সঙ্গীত: হাবিব ওয়াহিদ
✍️ গীতিকার: জুয়েল মাহমুদ
🎬 পরিচালক: মুরাদ পারভেজ
💰 প্রযোজক: আজম ফারুক
🏷️ মিউজিক লেবেল: লেজার ভিশন

মনের জুড়ে চলছে দেহ – বাংলা গানের লিরিক্স

মনের জুড়ে চলছে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো
রূপ-মণি কাঞ্চন
সেতো আসে যায়..
সেতো আসে যায়
যার জন্যে চাঁদে চাঁদে
এতো চন্দ্রগ্রহণ, হো.. (২x)

কাঁচা বাঁশের…
কাঁচা বাঁশের খাঁচার ভেতর
পঞ্চ রসের মিল
চৌদরজায় মায়ার খরচ
এক দরজায় খিল রে
এক দরজায় খিল
সেই দরজা…
সেই দরজা যাবে খুলে মিল দরশন

সেতো আসে যায়..
সেতো আসে যায়
যার জন্যে চাঁদে চাঁদে
এতো চন্দ্রগ্রহণ

উজানে উজান হায়
উজানে উজান ভাঙে
উজানের স্রোতধারা
সেই না ধারায় বন্ধুর চলন
দেহ পাগল পাড়া রে
দেহ পাগল পাড়া

দেহের ভিতর..
দেহের ভিতর দেহের পাহাড়
খোঁজে আপনজন

সেতো আসে যায়..
সেতো আসে যায়
যার জন্যে চাঁদে চাঁদে
এতো চন্দ্রগ্রহণ, হো..

মনেঝুরে চলছে রে দেহো
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো
রূপ-মণি কাঞ্চন
সেতো আসে যায়..
সেতো আসে যায়
যার জন্যে চাঁদে চাঁদে
এতো চন্দ্রগ্রহণ, হো..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *