Mon Vuila Lyrics (মন ভুইলা) – Porshi
“Mon Vuila” is a beautiful Bengali song that blends heartfelt lyrics with soulful melodies. The song revolves around themes of love, longing, and emotional vulnerability. The singers, Zooel and Sabrina Porshi, bring a unique harmony to the track, making it a memorable piece for listeners. The music, composed by Amzad Hossain, complements the emotional depth of the lyrics, while the direction by Shahrear Polock adds a visual storytelling element to the song.
Song Details:
- Title: Mon Vuila
- Singer: Zooel & Sabrina Porshi
- Lyric/Tune: Tanjib Sarowar
- Music: Amzad Hossain
- Director: Shahrear Polock
- Production: Preekha Greehoo Visual Factory
- Label: Cd Choice
বন্ধু মন ভুলা বন্ধু মন ভুলা
আমার বাড়িতে বেড়াইয়া যাইয়ো
প্রীতি বসিয়া দেখো
মনেতে মন দিও হো.. বন্ধু (x2)
বন্ধু মন ভুলা
বন্ধু মন ভুলা
বন্ধু আসবে বলে পূর্ণিমা সাজাই
আকুল পানে চেয়ে থাকি অন্তরের জালায় (x2)
আমি নিশীথে কাঁদি আমি নিশীথে জাগি
তোর ভেবে একা তো মরি
আমার বাড়িতে বেড়াইয়া যাইয়ো
প্রীতি বসিয়া দেখো
মনেতে মন দিও হো.. বন্ধু
বন্ধু মন ভুলা
বন্ধু মন ভুলা
নিশি দিন আসমান জমিন জানে রে জানে
কত প্রহর কত লোকন
সাক্ষী রে আমার (x2)
যায়রে প্রাণ চলে যায় প্রাণে নাহি চায়
মন করে আয় রে মোর ভাঙা বাড়িতে
আমার বাড়িতে বেড়াইয়া যাইয়ো
প্রীতি বসিয়া দেখো
মনেতে মন দিও হো.. বন্ধু
বন্ধু মন ভুলা বন্ধু মন ভুলা
আমার বাড়িতে বেড়াইয়া যাইয়ো
প্রীতি বসিয়া দেখো
মনেতে মন দিও হো বন্ধু
বন্ধু মন ভুলা
বন্ধু মন ভুলা