MAULA RE LYRICS (মাওলারে তুই যাস না ফিরে) – Arijit Singh

মাওলারে তুই যাস না ফিরে গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | চাম্প মুভির গান | অরিজিৎ সিংহের কণ্ঠ | জিৎ গাঙ্গুলির সুর | অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গীত | Maula Re Tui Jash Na Fire Lyrics

গানের বিবরণ

🎬 চলচ্চিত্র: চাম্প (CHAAMP)
🎵 গানের নাম: মাওলারে রে তুই যাস না ফিরে
🎤 কণ্ঠশিল্পী: অরিজিৎ সিংহ
🎼 সুরকার: জিৎ গাঙ্গুলি
✍️ গীতিকার: অনিন্দ্য চট্টোপাধ্যায়
🌟 অভিনয়ে: দেব ও রুক্মিণী মৈত্র
🏢 প্রযোজনা: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড
🏷️ মিউজিক লেবেল: জি মিউজিক কোম্পানি

মৌলে রে তুই যাস না ফিরে – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স

ভাঙা-ছোরা কষ্টগুলো
হঠাৎ ভিড় করে আসে
একা একা কান্না গুলো
আজ দেখি তরি পাশে (২x)

কে চলে যায়…
কি বলে যায়…
যে ফিরে যায়
তাকে স্বপ্ন বলে যায়

মাওলারে, তুই যাস না ফিরে
মাওলারে, তুই যাস না ফিরে
মাওলারে, তুই যাস না ফিরে
মাওলারে.. (২x)

যদি আসে অন্ধকার
সব জানালা বন্ধ-দার
অন্ধকার আলো নেই
কোথায় পাব সে জীবন
হারিয়ে যাওয়া আপন জন
এই জীবন ভালো নেই..

এলো-মেলো কান্না গুলো
তোমাকে ভুল করে ছুঁলো
চুপি চুপি কষ্ট গুলো
ভুলেছে স্মৃতির ধুলো

এলো-মেলো পথ গুলো
উড়িয়েছে এই ধুলো
পথ গুলো, যায় বেকে..
হারিয়ে যাওয়া বন্ধু-রা
জীবন বড় মুখ-ছোরা
বন্ধু-রা যায় ডেকে

ভাঙা-ছোরা কষ্ট গুলো
হঠাৎ ভিড় করে আসে
একা একা কান্না গুলো
আজ দেখি তরি পাশে

❓ Frequently Asked Questions

Q: গানটি কোন চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে?
A: গানটি “চাম্প” চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে।

Q: গীতিকার কে?
A: গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়।

Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি Zee Music Company-এর YouTube চ্যানেল ও সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

Q: চলচ্চিত্রটির পরিচালক কে?
A: চলচ্চিত্রটির পরিচালক রাজা চন্দ।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *