KUTTA SONG LYRICS (মন ভালো নেই কুত্তা তাড়াই) – Prank King Entertainment
মন ভালো নেই কুত্তা তাড়াই
মন ভালো নেই তাই কুত্তা তাড়াই
তবুও সে আসে, ঘরে বারো মাসে
আমার আশে পাশে.. (x২)
তুমি আসোনি প্রেমী
তবু তুমি আসোনি প্রেমী
তুমি কুকুর… চেয়ে হারামী
তুমি কুকুর… চেয়ে হারামী
মনটা কে আজ ঠিক করে্ছি
লাভ ইউ, লাভ ইউ করে না
ড্যান্স সে আজ মুড হয়েছে
তোমায় কেয়ার করি না
তবু কুকুর… ডাক শোনা যায়
তবু কুকুর… ডাক শোনা যায়
মামা ভলিউম কেন বাড়ান নাই?
মন ভালো নেই তাই কুকুর তাড়াই
তবুও সে আসে, ঘরে বারো মাসে
আমার আশে পাশে..
তুমি আসোনি প্রেমী
তবু তুমি আসোনি প্রেমী
তুমি কুকুর… চেয়ে হারামী
তুমি কুকুর… চেয়ে হারামী
হুঁ.. মনে আছে কি
মিসড কল দিয়ে মিস করতে
গিফট না পেলে টিজ করতে
সারা রাত ওয়েটিং থেকে
সারা রাত ওয়েটিং থেকে
তুমি কর্তি কি শোনা?
তোমার একটা মনেতে থাকে কয়জন?
মামা ভলিউম কেন বাড়ান না?
মন ভালো নেই তাই কুকুর তাড়াই
তবুও সে আসে, ঘরে বারো মাসে
আমার আশে পাশে..
তুমি আসোনি প্রেমী
তবু তুমি আসোনি প্রেমী
তুমি কুকুর… চেয়ে হারামী
তুমি কুকুর… চেয়ে হারামী