Guchiye Rakha Shobdomala Lyrics (গুছিয়ে রাখা শব্দমালা) – Imran

গুছিয়ে রাখা সব্দমালা গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | ইমরান মাহমুদুলের কণ্ঠ | তারিক তুহিনের গীত | আহমেদ হুমায়ুনের সুর | Guchiye Rakha Shobdomala Lyrics | Imran Mahmudul | Dhruba Music Station

গানের বিবরণ

🎵 গানের নাম: গুছিয়ে রাখা শব্দমালা
🎤 কণ্ঠশিল্পী: ইমরান মাহমুদুল
🎼 সঙ্গীত: তরিক
✍️ গীতিকার: তারিক তুহিন
🎶 সুর: আহমেদ হুমায়ুন
🎬 পরিচালনা: আবিদ হাসান
🏷️ মিউজিক লেবেল: ধ্রুব মিউজিক স্টেশন

গুছিয়ে রাখা সব্দমালা – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স

গুছিয়ে রাখা শব্দমালা
হয়ে যায় এলো-মেলো
পেলে দেখা তোর ছন্দ হারায়
সাজানো কব্বো গুলো
এই মন ছুঁয়ে তোর মনের পিছু
প্রণয়-ও নেশায়
গোচালো আমার রয় না কিছু
তোর ভালোবাসায়
তোর ভালোবাসায়
না নানা.. নানা না নানা..

তারা ঝোল-মলে, স্বপ্ন সাজাই
রূপালি চাঁদের আলোতে
ফিরে তাকালেই সবি হারাই
মায়াবি চোখের কালোতে (২x)

গেলে তুই দূরে, বিরহের সুরে
কাঁদি হায় প্রতিক্ষায়
ও.. মন-তো না বোঝে শুধু তোকে খোঁজে
ডায়রির ভাঁজে কবিতায়
ডায়রির ভাঁজে কবিতায়

পাখিদের গানে, আর কলতানে
মুগ্ধ যখন চারিপাশ
ঠিক তখনি শুনে তোর ধ্বনি
পাখিরাও হয় উদাস (২x)

তোর অভিমানে, নোনা জল বানে
ব্যথা ঢেউ হৃদয়-এর আঙ্গিনায়
ইচ্ছে-র শেষে উদাসী আকাশে
গোচালো সুরে হারায়
গোচালো সুরে হারায়

গুছিয়ে রাখা সব্দমালা
হয়ে যায় এলো-মেলো
পেলে দেখা তোর ছন্দ হারায়
সাজানো কব্বো গুলো
এই মন ছুঁয়ে তোর মনের পিছু
প্রণয়-ও নেশায়
গোচালো আমার রয় না কিছু
তোর ভালোবাসায়
তোর ভালোবাসায়
নানা.. নানা নানা..

❓ Frequently Asked Questions

Q: গানটি কবে প্রকাশিত হয়েছে?
A: গানটি ২০২৩ সালে ধ্রুব মিউজিক স্টেশন লেবেলে প্রকাশিত হয়েছে।

Q: গীতিকার কে?
A: গীতিকার তারিক তুহিন।

Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

Q: সঙ্গীত পরিচালক কে?
A: সঙ্গীত পরিচালক তরিক।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *