GOTOKAL LYRICS (চলে গেল গতকাল) – MINAR RAHMAN
গতকাল গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | মিনার রহমানের কণ্ঠ | ইমন চৌধুরীর সঙ্গীত | রবিউল ইসলাম জিবনের গীত | Gotokal Song Lyrics | CD Choice Music
গানের বিবরণ
🎵 গানের নাম: গতকাল
🎤 কণ্ঠশিল্পী: মিনার রহমান
🎼 সঙ্গীত: ইমন চৌধুরী
✍️ গীতিকার: রবিউল ইসলাম জিবন
🎶 সুর: মিনার
🏷️ মিউজিক লেবেল: সিডি চয়েস
গতকাল – বাংলা গানের লিরিক্স
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলেনা তুমিও
তোমাকে না পাওয়ার শোকে
পাথর বেঁধেছি এই বুকে
চাইনি ফিরে আমিও (২x)
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার আশুক
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও…
মনে হয় হঠাৎ তুমি
আসবে আবার এই পথে
আর একটাবার চাইছি আমি
তোমার মনের জোছনাতে…
উড়ে গেল কত মেঘ
যায়নি ছোঁয়া কোনো আবেগ
বৃষ্টি হয়ে নামিও
ভুল আকাশে মেলে ডানা
খুঁজেছি তোমার ঠিকানা
জানে অন্তর-জমিও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার আশুক
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও… (২x)
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলেনা তুমিও..
❓ Frequently Asked Questions
Q: গানটি কবে প্রকাশিত হয়েছে?
A: গানটি সিডি চয়েস মিউজিক লেবেলে প্রকাশিত হয়েছে।
Q: গীতিকার কে?
A: গানটির গীতিকার রবিউল ইসলাম জিবন।
Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
Q: সুরকার কে?
A: গানটির সুর করেছেন মিনার রহমান নিজেই।