Etodin Kothay Chile Lyrics (এতো দিন কোথায় ছিলে) – Shahid & Sharalipi
মন যে তোমায় কাছে পেতে
ধরল ব্যাকুলতা
তোমাকে ছাড়া আমার এই মন
আর কিছুই চায় না (x২)
ভালোবাসার অনুরাগে
কি ছুঁয়ে দিলে
বলো না বলোনা
এতো দিন কোথায় ছিলে ?
হো.. বলো না বলোনা
এতো দিন কোথায় ছিলে ?
এই হৃদয়ে তোলপাড়
বুকে ছিল হাহাকার
যখনই তুমি ছিলে না
রেখেছ তুমি আমায়
কত যে প্রতীক্ষায়
আরও আগে কেনো এলে না (x২)
ভালোবাসার অনুরাগে
কি ছুঁয়ে দিলে
বলো না বলোনা
এতো দিন কোথায় ছিলে ?
বলো না বলোনা
এতো দিন কোথায় ছিলে ?
যাবে না কখনো দূরে
আমাকে একা করে
শুধু একবার বলোনা
সীমাহীন ভালোবাসা
একসাথে বাঁচার আশা
দুজনে হারাই চলো না (x২)
ভালোবাসার অনুরাগে
কি ছুঁয়ে দিলে
বলো না বলোনা
এতো দিন কোথায় ছিলে ?
বলো না বলোনা
এতো দিন কোথায় ছিলে ?