Eita Tomar Gaan Lyrics (এইটা তোমার গান) Chandrabindoo
চন্দ্রবিন্দুর “এইটা তোমার গান” গানটির এই কভারটি আকাশ ভট্টাচার্য দ্বারা পুনঃকল্পনা করা হয়েছে, যিনি কণ্ঠ এবং সঙ্গীত উভয়ই পরিচালনা করেছেন। এসডি দে-এর সৃজনশীল দৃষ্টিভঙ্গি, যিনি এই কভারটি লিখেছেন এবং পরিচালনা করেছেন, সেইসাথে সম্রাট দাসের সিনেমাটোগ্রাফি গানটিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। এসডি দে-এর সম্পাদনা এবং সায়ন সরকারের কালার করেকশন ভিজ্যুয়াল আবেদনকে আরও বৃদ্ধি করেছে। শ্রীময়ী চট্টোপাধ্যায় এবং সুভম চট্টোপাধ্যায়ের অভিনয় গল্প বলাকে গভীরতা দিয়েছে, অন্যদিকে সৌপনিশ সেন এবং রোহিত ঘোষ চৌধুরীর লাইটিং প্রোডাকশনটিকে সম্পূর্ণতা দিয়েছে।
Original Credits
Song Title : Eita Tomar Gaan
Band Name : Chandrabindoo
Album : Juju
Singer : Upal Sengupta
Lyricist : Chandril Bhattacharya
Cover CREDITS
Vocals and Music: Akash Bhattacharya
Written and Directed: SD Dey
DOP: Samrat Das
Edit: SD Dey
CC: Sayan Sarkar
Vocals and Music: Akash Bhattacharya
Cast: Srimayee Chatterjee & Subham Chatterjee
Gaffer: Sawpnish Sen and Rohit Ghosh Chowdhury
Eita Tomar Gaan Song Lyrics by Chandrabindoo :
এইটা তোমার গান
তুমি load-shedding-এ চাঁদের আলোর স্বর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর
এইটা তোমার গান
তুমি load-shedding-এ চাঁদের আলোর স্বর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর
আয়না ভরা দিন
রূপসায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলোমল
তোমায় দিলাম
এই খাতার ভাঁজে গাছের পাতার নাম
এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল
আয়না ভরা দিন
রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলোমল
তোমায় দিলাম
এই মায়ার পশম হাত দেবার আরাম
এইটা তোমার গান
ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাঁটের ঘ্রাণ
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান।