Ei Bidaye Lyrics (এই বিদায়ে) Artcell Band
এই গানটি আর্টসেল ব্যান্ডের একটি জনপ্রিয় রচনা, যেখানে এরশাদ জামানের লেখা গীতিকবিতায় জীবনের বিদায়বেলার আবেগ ও গভীরতা ফুটে উঠেছে। লিংকনের কণ্ঠ ও গিটারের মেলোডি, এরশাদের গিটার, সেজানের বেস এবং সাজুর ড্রামসের সমন্বয়ে গানটি একটি শক্তিশালী সঙ্গীতময় অভিজ্ঞতা তৈরি করেছে। “লাইভ নাও” অ্যালবামে প্রকাশিত এই গানটি বাংলা রক সঙ্গীতের একটি উল্লেখযোগ্য সংযোজন।
Song : Ei Bidaye (এই বিদায়ে)
Band : Artcell
Lyric : Ershad Zaman
Vocal & Guitar : Lincoln
Guitar : Ershad
Bass : Cezanne
Drums : Saju
Album : Live Now (Band Mixed Album)
Language : Bangla
Label : G Series
Ei Bidaye Song Lyrics by Artcell Band :
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে