E SHOHOR Lyrics – Rupankar Bagchi
তোমার হাতে হাত রেখে চলতে চাই**
ওলি গলি শহর পাড়ায়..
আনমনে গোপনে জানতে চাই..
আরো বেশি তোমার কথা
হুঁ.. তোমার কথা..
গুঁড়ো মেঘ, দক্ষিণের জানালায়..
ভেশে যায় উড়ো হাওয়ায়..
আঁখি জল স্মৃতি হয়ে রয়ে যায়..
ফেলে রাখা মনের খাতায়..
হেই.. মনের খাতায়
তাই ভুলে যাওয়া শর্ত
ভুলে থাকা সহজ, কত চেনা চেনা মুখ
তবু অচেনা এ শহর….
এ শহর.. এ শহর.. এ শহর.. এ শহর
তোমার হাতে হাত রেখে চলতে চাই
ওলি গলি শহর পাড়ায়..
নরম বিকেল… আলো ছায়া
জল ছবি… মুছে যাওয়া
এলো মেলো… কথার ফাঁকে
মন কেমন… ছবি আঁকে
তাই ভুলে যাওয়া শর্ত
ভুলে থাকা সহজ, কত চেনা চেনা মুখ
তবু অচেনা এ শহর….
এ শহর.. এ শহর.. এ শহর.. এ শহর
এ শহর.. এ শহর.. এ শহর.. এ শহর