Dhrubotara Lyrics (আছি আমি রাতের ধ্রুবতারা) – Tahsan
আড়ালে যতো দূরে তুমি যাও এই অবেলায়
ছেরে রেখো সেই ছায়াপথে
আমার স্বপ্ন হারায়
ভোরের আলো যখন
তোমার আকাশ ছোঁবে
এ আমার ভালোবাসা
অন্ধারে লুকিয়ে রবে
যদি ভুল করে কভু
মনে পড়ে আমায়
খুঁজে নিও,
আছি আমি রাতের ধ্রুবতারা (x২)
নীরবে চুপিসারে
দুটি চোখ জল ছুঁয়ে যাক
স্মৃতি ওরা নীল ভাবনাতে
পৃথিবী থমকে দাঁড়াক
দরজার ওপাশ থেকে
রাখবো তোমার খবর
তুমি-হীন অনুভবে
কাটবে না আমার প্রহর
যদি ভুল করে কভু
মনে পড়ে আমায়
খুঁজে নিও,
আছি আমি রাতের ধ্রুবতারা (x২)