Chokher Bali Zee bangla Serial
চোখে
আমার তৃষ্ণা.. ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে
চোখে আমার তৃষ্ণা..
আমি বৃষ্টি বিহীন, বৈশাখী দিন
আমি বৃষ্টি বিহীন, বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে..
চোখে আমার তৃষ্ণা..
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, হাওয়ায়
মন-কি শুধু শুনে.. ধাওয়ায়..
অবগুণ্ঠন যায় যে উড়ে..
চোখে আমার তৃষ্ণা..
যে ফুল কানন করতো আলো..
কালো হয়ে সে শুকালো.. কালো..
কালো হয়ে সে শুকালো.. হি
ঝর্নার কে দিলো বাধা..
নিষ্ঠুর পাষাণে বাধা..
দুঃখের শিখর-চূড়ে..
চোখে আমার তৃষ্ণা.. ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে
চোখে আমার তৃষ্ণা..