Aye Ghum Aye Lyrics (আয় ঘুম আয়) – Prashmita Paul

Aye Ghum Aye Song Lyrics by Prashmita Paul and lyriciast Prasenjit Mukherjee and this song recorded by Gramophone Studio.

  • Vocal & Composition: Prashmita Paul
  • Lyrics: Prasenjit Mukherjee
  • Arrangement: Apurba Das & Rahul Sarkar
  • Edit: Souvik Singha Roy
  • Recorded at: Gramophone Studio
  • Presentation: Gramophone Records Studio presents Aprokashito Episode 9
  • Directed by: Sandipan Parial
  • Produced by: Diganta Das

Aye Ghum Aye Lyrics :

আয় ঘুম আয়, রাতের পরায়
আয় ঘুম আয় রাতের পরায়
চাঁদের ফুঁ দিয়ে যাআ
আরাম আঁচল দিয়ে যাআ
উউউ.. না না..
আয় ঘুম আয়, তোকেই মনে হয়
আয় ঘুম আয় তোকেই মনে হয়
আমার দু-চোখের তারার
জখমি মেঘলা ঘনায়..
কবে কার শীত-ঘুম
আমি চাইছি এখন
পাব কোথায় ?

ভাবনা নিঝুম
আমি চাইছি না আর
যাব কোথায় ?

স্বপনের দিগন্তে
একই পালাই
কখনো বা তেপান্তর
পেরিয়ে হারাই
খামখেয়ালী সেই সময়
স্বপ্ন আসে সত্যি হয়

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *