AY VOR LYRICS – Nachiketa & Manik
আয় ভোর, আয় ভোর
আয় ভোর, আয় ভোর
তোর জন্য এই স্বপ্ন দেখা
হায়.. দিন যায় রাত যায়
তোরই অপেক্ষায়
তোকে পেলে পাব মুক্তির রেখা..
আয় ভোর, আয় ভোর
আয় ভোর, আয় ভোর
তুই তো বিলেছিলি অন্তর অন্তরে
আসবে সোনালি সকাল
তোর জন্য হেঁটেছি বহুদূর
তবে কেনো এই বেরা-জাল
তোর জন্য কতবার
কষ্টের হাহাকার [x২]
ভেঙে দে এই ঘুমো-ঘর..
আয় ভোর, আয় ভোর
আয় ভোর, আয় ভোর
তোর ছোঁয়া পেয়ে উঠবে জেগে
অগণিত সুপ্ত প্রাণ
তুই তো আছিস হয়ে, বুকের ভেতর
স্বপ্নের নতুন নিশান
তোর জন্যই হয়েছি
আছিস বল কোই [x২]
ভেঙে দে এই ঘুমো-ঘর..
আয় ভোর, আয় ভোর
আয় ভোর, আয় ভোর
তোর জন্য এই স্বপ্ন দেখা
হায়.. দিন যায় রাত যায়
তোরই অপেক্ষায়
তোকে পেলে পাব মুক্তির রেখা..