APONJON Serial Song – Nachiketa Chakraborty
আলো খুঁজে বেরায় অন্ধকার কোন
এক মন খুঁজে বেরায় আর এক মন
পার্বণ থেকে পার্বণে
শরৎ অথবা শ্রাবণে
পার্বণ থেকে পার্বণে
শরৎ অথবা শ্রাবণে
সবাই খুঁজে পায় আপনজন
সবাই খুঁজে পায় আপন্জন
কে কার আপনজন কেউ জানে না
রক্তের ডাক আজ বুঝি
বাধা মানে না..
বাধা মানে না….
হয়তো নিজেরি অজান্তেই
খোয়া গিয়েছে পথ প্রান্তে
হয়তো নিজেরি অজান্তে
খোয়া গিয়েছে পথ প্রান্তে
অচিন মুখে চেনা আপনজন
অচিন মুখে চেনা আপন্জন
আলো খুঁজে বেরায় অন্ধকার কোন
এক মন খুঁজে বেরায় আর এক মন..