Abar Urte Shekhao Lyrics (আবার উড়তে শেখাও) – Minar Rahman
আবার উড়তে শেখাও গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | মিনারের কণ্ঠ | রেজওয়ান শেখের সঙ্গীত | মিনার রহমানের গীত | Abar Urte Shekhao Lyrics | Minar Rahman | Emotional Bangla Song
গানের বিবরণ
🎵 গানের নাম: আবার উড়তে শেখাও
🎤 কণ্ঠশিল্পী: মিনার
🎼 সঙ্গীত: রেজওয়ান শেখ
✍️ গীতিকার: মিনার রহমান
🎬 পরিচালনা: সাইকাত নাসির
💰 প্রযোজনা: অ্যাডবক্স বিডি লিমিটেড
🏷️ মিউজিক লেবেল: গান বক্স
আবার উড়তে শেখাও – বাংলা গানের লিরিক্স
আমি ছিলাম আমারি মতো
ভেঙে সব খেয়াল
তুমি ছিলে তোমারি নিয়মে
গড়েছিলে দেয়াল
কোনো এক পর্যন্ত বিকেলে
কিছু বলেছিলে
অভিমানী ওই দুটি চোখে
কেন ডেকেছিলে?
এখন আমি ঘুমিয়ে একা
কোথায় তুমি জানি না, জানি না
আবার উড়তে শেখাও আমায় তুমি
উড়তে শেখাও আমায় তুমি
আবার বাঁচতে শেখাও আমায় তুমি
বাঁচতে শেখাও আমায় তুমি
ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে
শুনেছি তোমার ডাক
মনে পড়ে দেখেছি দুজনে
উড়ে চলা পাখির ঝাঁক
জানালার কাঁচ জুড়ে আছে
শুধু তোমার আলো
একটি বার, শুধু আর একটি বার
বলো আছো ভালো
এখন আমি ঘুমিয়ে একা
কোথায় তুমি জানি না, জানি না
আবার উড়তে শেখাও আমায় তুমি
উড়তে শেখাও আমায় তুমি
আবার বাঁচতে শেখাও আমায় তুমি
বাঁচতে শেখাও আমায় তুমি (২x)