কেনো হলো না ভালোর গল্প কোনো
কেনো, হলো না ভালোর গল্প কোনো
সময়েরা এলো মুখ ফেরানো
ছোট্ট একটা ভুলের কাছে তাই
হেরে যাই অকারণ
ভুলতে চাই, ভুলতে চাই অকারণ
কেনো বসেনা আমাকে কেউ ভালো
আসেনা আমার ঘরে আলো
বন্ধ একটা জানালার ইচ্ছে তাই
ভাঙতে চাই অকারণ
ভুলতে চাই, ভুলতে চাই অকারণ
তা হলেই হয়তো ছিলো ভালো কিছু
না বলেই এলো ঝড়
না, পেরেও পারতে হলো সব কিছু
না পাওয়ার এলো জ্বর
হাজার হাজার চিন্তা জমে
ক্লান্তি আমার দাওনা কোমে
চোখের কোণে বৃষ্টি নামে সব
হারাবার….. ও ও..