তোমাকে ছুঁয়ে দেবো আমার এই হাতে
আকাশটা ছুঁয়ে দেখো
তোমার নরম হাতে
বাতাসটা ছুঁয়ে দেখো
তোমার গোলাপ ঠোঁটে
তুমি সবুজে মিশে দেখো
ভেজাবো শিশির হয়ে
তুমি বৃষ্টিতে ভিজে দেখো
পাবে আমায় সাথে
তুমি আমাকে ছুঁয়ে দেখো
তোমার ওই হাতে
তুমি কি মিশে যাবে আমাতে
আমি তোমাকে ছুঁয়ে দেবো
আমার এই হাতে
তুমি কি মিশে যাবে আমাতে
আমি নদীকে ছুঁয়ে দেবো
জলরাশি হয়ে
আমি শ্যামলকে ছুঁয়ে দেবো
বৃষ্টি হয়ে ভেসে
আমি কবিতায় সুর দেবো
ছন্দ হয়ে নেচে
আমি নকশি-কথা হবো
পল্লী বালা এলে
আকাশটা ছুঁয়ে দেখো
তোমার নরম হাতে..
তুমি ফুল হয়ে ফুটে দেখো
মিলবে ভ্রমর হয়ে
তুমি মেঘ হয়ে ভেসে দেখো
জড়াবো বাতাস হয়ে
তুমি আমাকে ছুঁয়ে দেখো
তোমার ওই হাতে
তুমি কি মিশে যাবে আমাতে..
আমি নদীকে ছুঁয়ে দেবো
জলরাশি হয়ে
আমি শ্যামলকে ছুঁয়ে দেবো
বৃষ্টি হয়ে ভেসে
আমি কবিতায় সুর দেবো
ছন্দ হয়ে নেচে
আমি নকশি-কথা হবো
পল্লীবালা এলে
আকাশটা ছুঁয়ে দেখো
তোমার নরম হাতে..