ধিকি ধিকি একি আগুন জ্বলে বুকে
ধিকি ধিকি একি আগুন জ্বলে বুকে
বলতে আমি পারি না যে মুখে
এই মনে আছে যতো ছাওয়া পাওয়া
হয়ে যায় যেনো সব ঝড়ো হাওয়া [x২]
ধরছি দুটি হাত ছেড়ে যাবো না
তোমাকে ছাড়া একা সুখ পাবো না.. হা..
প্রেমেরি জমুনায়, অজানা মোহনায়
ভাসিয়ে দিলে আমায়..
হো চোখেরি আড়ালে, কখনো হারালে
থাকতে পারি না তো হায়
জানিয়ে দেবো পৃথিবীকে ভালোবাসি তোমাকে
বেঁধেছি তোমায় বিশ্বাসে.. হো..
চোখের ইশারায়, থেকেছো পাহাড়ায়
সুখেরি আলো জেলে..
যখনই মন চায়, দেখবো যে তোমায়
ভাবনায় দু চোখ মেলে..
জানিয়ে দেবো পৃথিবীকে ভালোবাসি তোমাকে
বেঁধেছি তোমায় বিশ্বাসে.. হো..