বলতে বাকি কত কি পাবো তোর দেখা কি
বলতে বাকি কত কি
পাবো তোর দেখা কি
আজো যেনো একাকী জীবন
তোর কথাই ভেবেছি
পথ হারিয়ে ফেলেছি
কত ভালোবেসেছি জানে মন
তোর নামে লেখা চিঠি খুঁজে বেরায়
আজ ঠিকানা..
তোর প্রেমে হেঁহেঁ জিতি চেনা তুই
বড় যে অচেনা [x২]
বলতে বাকি কত কি
পাবো তোর দেখা কি
আজো যেনো একাকী জীবন
খুব গোপনে চেয়ে আনমনে
মন পুশেছে যতনে..
দুজনে এক পৃথিবী চেয়ে দেখ
ভাবছি তারে আমি অনেক.. [x২]
হো.. একটু পেতে দেখা..
কত যে বাহানা..
বলতে বাকি কত কি
পাবো তোর দেখা কি
আজো যেনো একাকী জীবন
দিনেরি আলোতে, রাতেরি কালোতে
দেখি তোকে আমাতে..
দু হাত বাড়িয়ে, রয়েছি দাড়িয়ে
মনটা হঠাৎ হারিয়ে.. [x২]
হো.. একটু পেতে দেখা..
কত যে যতনা..
বলতে বাকি কত কি
পাবো তোর দেখা কি
আজো যেনো একাকী জীবন..