তিন ইয়ারি কথা
তিন ইয়ারি কথা
শুনে যা তিন ইয়ারি কথা
এই শোন এদিকে আয়
কেউ কেউ ফিরে তাকায়
কেউ কেউ এড়িয়ে যায়
যা প্লাইয়ে যাবি কোথায়
কত কি হারিয়ে যায়
আগুন ছোঁয়ার অপেক্ষায়
অবাক করা দুনিয়ায়
শুনে যা তিন ইয়ারি কথা
এই শোন এদিকে আয়
কেউ কেউ ফিরে তাকায়
কেউ কেউ এড়িয়ে যায়
যা প্লাইয়ে যাবি কোথায়
বাঁচতে চাওয়ার মন্ত্র কি?
কোনটা বাতিল কোনটা ঠিক
মেঘ নামালো বর্ষাতি মিছিল
বাঁচতে চাওয়ায় খুব বাওয়াল
পুরছে স্বপ্নের রঙ মশাল
খুঁজতে গিয়ে সুখের অন্তমিল
এই শোন এদিকে আয়
গলা ছেড়ে গান শোনা
সহর পরোক্ষ শূন্যতা
সব ঝগড়া যাথী অযোথা
সময় ধুলো জমতে দেয়
চোখের নজর কমতে দেয়
খানিক জীবন চলতে চায়
শুনে যা তিন ইয়ারি কথা
বাঁচতে চাওয়ার মন্ত্র কি..