মিথ্যে বলেছিস মিথ্যে করে মেঘের কাছে নালিশ
তুই আমায়… মিথ্যে বলেছিস
মিথ্যে করে মেঘের কাছে নালিশ
আমি নাকি তোকে ছাড়াই বাঁচি
এখনো আমার খাতার.. পরে বৃষ্টি
তোর সাথে এখনো.. খুনসুটি
তবু তুই তুই তুই
তুই আমায়… মিথ্যে বলেছিস
চলে গেলে মিথ্যে বলতে হয়
আমি তো আকাশ দিয়েছি তোকে..
পাখিরা কি মিথ্যে কথা বলে
রাজার সাথে সোনার খাঁচায় বাস
তবু তুই তুই তুই
তুই … মিথ্যে বলেছিস
আমার জন্য আগুন একটু আনিস
যদি আমি মরেও বেঁচে থাকি
মিঘ চিরে যদি আবার ভোর হয় বলবো
ইচ্ছেমতি তোকে ভালোবাসি
তবু তুই তুই তুই
তুই আমায়… মিথ্যে বলেছিস