BOUGAINVILLEA Lyrics – Silajit Majumder
রাতের
পর রাত জেগে, নীলচে কুয়াশায়
খুঁজে
ফিরি তোমাকে, শিরায় উপশিরায় [x২]
ছুঁয়ে
দেখো বোগেনভিলিয়া নিস্তব্ধতা
সাদা
কালো আবছায়া কতো গল্প লেখা
শিকরের
টানে নিজেকে খুঁজে দেখা [x২]
দূরে
কোথায় স্বপ্ন যে হারায়
তোমাকে
চায়, তোমাকে চায়
দূরে
কোথায় স্বপ্ন রা হারায়
তোমাকে
চায়, শুধু তোমাকে চায়..
ছুঁয়ে
দেখো বোগেনভিলিয়া নিস্তব্ধতায়
নিস্তব্ধতায়
রাতের
পর রাত জেগে, নীলচে কুয়াশায়
খুঁজে
ফিরি তোমাকে, শিরায় উপশিরায়