মনে কি পড়ে এই আমায়
হুম.. একবারও কি দেখিতে পাবো তোমায়
আমার মনেরি মনিকথায়
হুম.. একবারও কি কিছুক্ষণ পাবো তোমায়
জীবনের শেষ লগ্নে এসে
মনে কি পড়ে এই আমায়
মনে কি পড়ে এই আমায় [x২]
একবারও কি দেখিতে পাবো তোমায়
আমার মনেরি মনিকথায়
হুম.. একবারও কি কিছুক্ষণ পাবো তোমায়
জীবনের শেষ লগ্নে এসে
হুম.. সে বিকেলের চোখে চোখে..
তাকিয়ে থাকা, তাকিয়ে থাকা
হুম.. মনের ভাষা গুলো চোখের ভাষা..
বুঝিয়ে দেয়া, বুঝিয়ে দেওয়া..
মনে কি পড়ে এই আমায়
মনে কি পড়ে এই আমায় [x২]
হুম.. একাকী আনমনে
সুখময় স্মৃতি সন্ধান
বসে থাকা, বসে থাকা
হুম.. মনের মাধুরী দিয়ে চুপি চুপি
গান শোনা, গান শোনা..
মনে কি পড়ে এই আমায়
মনে কি পড়ে এই আমায় [x২]
একবারও কি দেখিতে পাবো তোমায়
আমার মনেরি মনিকথায়
হুম.. একবারও কি কিছুক্ষণ পাবো তোমায়
জীবনের শেষ লগ্নে এসে..
মনে কি পড়ে এই আমায়
মনে কি পড়ে এই আমায় [x২]