মনে পড়ে রুবি রায়
আজ ঘুম আসে না
সারা রাত কাটে না
মন আজ ফিরে ফিরে হারায়
সবই ঠিক তবু আজ হাতড়ে বেহিসাব
মন খারাপ তোমার রুবি রায়..
আজ তুমি একা নিঃঝুম রাত সাথে
ঘুরে মরছো স্মৃতির সাহারায়
কেটেছে বহুদিন, স্মৃতিরা আজ মলিন
মন খারাপ হলো রুবী রায়..
মনে পড়ে রুবি রায় তোমাকে কবিতায়
খুঁজেছি একদিন, একদিন শুধু শুধু তোমায়
আজো দীপ জ্বলে যেনো সে নিভবেনা শোনো
আমি আজো আছি থাকবো অপেক্ষায়,
রুবি রায় ..
রোদে জ্বলছে মনে ঝলসানো দিন জানে
বাজে সে নুপুর বড়োই বেসুরে
অসম্ভাবনা চোখে তোলে যে ঝড়
পাখি আসেনি গায়নি গেছে উড়ে..
বিবর্ণ মুখে, বয়স খেলা করে
স্বপ্নরাও খেলে আমার মাথায়
জরাজীর্ণতাকে পৃথিবীর দিব্বি রেখে
ভালোবাসছি ভীষণ রুবি রায়..
মনে পড়ে রুবি রায় তোমাকে কবিতায়
খুঁজেছি একদিন, একদিন শুধু শুধু তোমায়
আজো দীপ জ্বলে যেনো সে নিভবেনা শোনো
আমি আজো আছি থাকবো অপেক্ষায়,
রুবি রায় ..
কখনো সংগোপনে, কখনো অকপটে
প্রতিটি উচ্চারণে আমার সহায়
বন্ধুত্বেরই মানে আমার এ জীবনে
তোমার হাতের স্পর্শে,
তোমার ছোঁয়ায়, রুবি রায়
কান্না এখনো বিশ্বাস করে যায়
তুমি মুছবে সে চোখ অনীহায়
কত আর ডাকবো, ভাবনা সাজাবো
এ আঙুল ছুঁয়ে যাও রুবি রায়..
নির্মম যন্ত্রনা, মনে বাঁধ থাকে না
এ হলুদ মন আমার কোন মায়ায়
হয়তো তুমিও আনমনা হয়ে
ভাবছো আমাকে রুবি রায়..
মনে পড়ে রুবি রায় তোমাকে কবিতায়
খুঁজেছি একদিন, একদিন শুধু শুধু শুধু তোমায়
আজো দীপ জ্বলে যেনো সে নিভবেনা শোনো
আমি আজো আছি থাকবো অপেক্ষায়,
আমি আজো আছি থাকবো অপেক্ষায়,
আমি আজো আছি থাকবো রুবি রায় ..