আসছে সকাল শ্যামল শ্যামল
হে আজকে সময় দারুণ রে
যাক না চুলায় বারুণ রে
মাঝ-মাঠে আন নামিয়ে নিজেদের..
কাউকে না আর ডরাই রে, হোক না শুরু লড়াই রে
রোদ্দুরে আজ সানিয়ে নিজেদের..
আজ হাতে হাত মিল-লেই সেই দীপের দরজা খুলবে
তুই মশাল হয়ে জ্বলবি নিজেই
তোর যে মাটি তেই জন্ম আজ তোকে দোহাই দিচ্ছে
কবে মায়ের বন্ধন খুলবে নিজের..
আসছে সকাল.. শামাল শামাল..
আসবি সকাল শামাল শামাল
দেখবো সকাল.. শামাল শামাল..
নতুন সকাল শামাল শামাল..
হে… হে… হে
বেরিয়ে বেরিয়ে পড় এবার
সময় এসেছে রাস্তা-তার
সামনে রয়েছে কঠিন পাড়া-পার
দু কাঁধে তুলে নে শত ওজন
কাফনে বেঁধে নে নিজের মন
বেরিয়ে বেরিয়ে বেরিয়ে পড় এবার
হে..আজ মায়ের কসম খা
শত্রুরা হবে ভোকাট্টা
হুল্লোড়ে আজ দে মাটিয়ে দে..
হে ইচ্ছে ঘুরির উড়ান দে
উড়ছে নিশান দিগন্তে
যুদ্ধ জাহাজ দে ভাসিয়ে দে
আজ তুমি আমি চাইলে
কাল ধুলোয় সোনা ফলবে
আর নষ্ট চাওনি জ্বলবে ইর্ষায়
যদি বাঁচার ইচ্ছে তোরপায়
কেনো চোখের সামনে পর্দা
দেখো ভোরের ঘণ্টা বাজল গির্জায়..
আসছে সকাল শ্যামল শ্যামল
আসবি সকাল শামাল শামাল
দেখবো সকাল.. শামাল শামাল..
নতুন সকাল শামাল শামাল..