রাত নিঝুম দুচোখে ঘুম
রাত নিঝুম দুচোখে ঘুম
কিছুতেই না না আসে না [x২]
রাতের আকাশ নীল নীল নীল
খোঁজে জীবনের অন্তমিল [x২]
থাকতে চায় না নীল-লাপ আসে না
রাত নিঝুম দুচোখে ঘুম
কিছুতেই না না আসে না
দিন রাতে রাত দিন মিশে যায়
ক্লান্ত জীবন পাহাড়ায়
অস্থির স্বপ্নের বেরাজাল
ছাড়ি কোজন যেতে চায়
কে যাবি পারে আয় আয়
জীবন খেয়া ডেকে যায়
হুম.. রাতের আকাশ নীল নীল নীল
খোঁজে জীবনের অন্তমিল [x২]
থাকতে চায় না নীল-লাপ আসে না
রাত নিঝুম দুচোখে ঘুম
কিছুতেই না না আসে না
ভাবি ওই রাতের মোহনায়
চাঁদ মাঝি রুজ খেয়া বায়
দাড়িয়ে আমি তার কিনারায়
নিরব স্থির অসহায়
কে যাবি পারে আয় আয়
জীবন খেয়া ডেকে যায়
আ.. রাতের আকাশ নীল নীল নীল
খোঁজে জীবনের অন্তমিল [x২]
থাকতে চায় না নীল-লাপ আসে না
রাত নিঝুম দুচোখে ঘুম
কিছুতেই না না আসে না [x২]