রাতে দরজা বন্ধ হলে যখন আমি

রাতে দরজা বন্ধ হলে যখন আমি
দাঁড়াই নিজের মুখোমুখি
জানি নিজের যুদ্ধে আমি পরাজিত
আজ অন্যের সুখে সুখী, সুখী..
ই – ই – ইইই
জমানো সব কথা আজ অযত্নেই
মুখ ঢাকে লজ্জিত পর্দায়
আর বলিষ্ঠের জীবন্ত হয়ে ওঠে
সান্ত্বনায় আমাকে জড়ায়, জড়ায়..

আমি আসলে যা চাই
তার থেকেই পালাই
করে নিজেকে যাচাই
কিছু বুঝতে পারি না
সময় চলে যায় ছুটে
আমি কি একটিবার উঠে
তার বিষন্ন যাওয়া
রুখতে পারি না….
হেই হেই.. ও ও ও…

আমার ইচ্ছে করে তোদের মতো
ঢংয়ের কথা কই
আমার ইচ্ছে করে পাল্টে দিতে
নেকা প্রজন্মই
যাকে আসতে-পিছু জাপ্টে ধরছে
দারুণ কিপ্টেমি
আমার ইচ্ছে করে শেখাতে তাকে
প্রেমের আলকেমি
ছাড়ে দরজা বন্ধ করে
যখন রাতের মুখোমুখি
আমি শামলে রাখি গোলা বারুদ
বন্ধু বন্দুকই
এই সময় আজ আমায় যুদ্ধ-বাজ করেছে
ঘৃণায় বা ভালোবেশে
তাই শয়তানকে দিল লাল গোলাপ
পরাজিত জেহাদীর বেশে…ও

আমি আসলে যা চাই
তার থেকেই পালাই
করে নিজেকে যাচাই
কিছু বুঝতে পারি না
সময় চলে যায় ছুটে
আমি কি একটিবার উঠে
তার বিষন্ন যাওয়া
রুখতে পারি না….
হেই হেই.. হেই হেই..

ও ও ..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *