ঘুম রঙের উপহার
ঘুম রঙের উপহার
অপেক্ষা কত আর,
জোনাকিদের পোশাকে
কথা গুলো আজ আবার,
দিয়ে যাও না।
ঘুম রঙের উপহার
অপেক্ষা কত আর,
জোনাকিদের পোশাকে
কথা গুলো আজ আবার,
দিয়ে যাও না,
আজ আবার দিয়ে যাও না
আজ আবার।
স্বপ্নের এই পোস্ট অফিস
ঠিক চোখের ভুল হদিস,
চিঠিরা বিছানায়
খোলা চুলের অন্ধকার দিয়ে যাও না,
ওই অন্ধকার দিয়ে যাও না
ওই অন্ধকার।
তোমাকে একবার ছুঁয়ে বোঝাতে চাই
চেনা গান জলে ধুয়ে,
বোঝাতে চাই একবার,
ওই অন্ধকার একবার।
দিয়ে যাও না
ফিরে তাকানোর একরোখা সব দুঃসাহস,
দিয়ে যাও না
যত স্বপ্নকে ভেঙে পালটে ফেলায় দোষ,
দিয়ে যাও না
তোমার ওই রুমালে লেখা যত নাম।
দিয়ে যাও বেঁচে থাকাটা
দাও দিয়ে যাও… ও ও..
দিয়ে যাও।
রাস্তাঘাট বৃষ্টি খুব
নীল জলে একলা ডুব,
বন্দরহীন জাহাজে মাস্তুলের অধিকার
দিয়ে যাও না,
ওই অন্ধকার দিয়ে যাও না,
ওই অন্ধকার।
তোমাকে একবার ছুঁয়ে বোঝাতে চাই
চেনা গান জলে ধুয়ে,
বোঝাতে চাই একবার,
ওই অন্ধকার একবার।