রোদ্দুর দেখে বলেছে যাবি আয়
All things bright and beautiful
All creatures great and small..
All things wise and wonderful
The Lord God made them all..
Each little flower that opens
Each little bird that sings
God made their glowing colors
And made their tiny wings
রোদ্দুর দেখে বলেছে যাবি আয়..
মেঘেদের সাথে পালাবি আয়..
দুচোখের মণি পরশপাথর
তোকে নিয়ে আমার রাজপথ
সাথে আছি আমি কি চিন্তা তোর
একদিন ফেরাব তোর বোরাত..
সবাই সবার রাজা আমরা
সবাই সবার জন্যে হোক
তোমার দুঃখে আমার দুঃখ
সবাই সবারই থাকো
ছোট কিছু ফুলে জমে আছে
কুঁড়ি ফুটে যাবে সকালে
অল্প অল্প কিছু পথে পড়ে আছে
নুরি শোরে যাবে সকালে
চড়া-গাছে ছায়া দিক বড়দের দুল
আর বাদবাকি মায়া দেবে পৃথিবীর জুল
কেউ চাক বা না চাক তুই ফুটে ওঠ
জানি আজকের পাতা চেনে কালকের ফল
বহুদূরে যেতে বাকি
কত কি কুরতে বাকি
তোর স্বপ্নেরই ছবি দিয়ে দে আমায়
ইষ্টিশানের রেল গাড়ি তা বলে যায়..
ঘোরিরি কাঁটা ছুটবে বলে তোকে চায়
চেষ্টার নেই শেষ নেই কোনো মাপ
শেষমেষ পরে থাকে দু-পায়ের ছাপ
উঠে পরে শুরু কর তোর খেলা তাই
ছেরে যাক ছিঁড়ে যাক ঘুরির লতাই
বহুদূরে যেতে বাকি
কত কি কুরতে বাকি
তোর স্বপ্নেরই ছবি দিয়ে দে আমায়
রোদ্দুর দেখে বলেছে যাবি আয়..
মেঘেদের সাথে পালাবি আয়..
দুচোখের মণি পরশপাথর
তোকে নিয়ে আমার রাজপথ
সাথে আছি আমি কি চিন্তা তোর
একদিন ফেরাব তোর বোরাত..