আমি তোমার কাছেই রাখবো
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার,
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার,
তুমি বৃষ্টি হয়ে নামলে,
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার।
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার।।
হালকা হাওয়ার মতন
চাইছি এসো এখন,
করছে তোমায় দেখে
অল্প বেইমানি মন,
বাঁধবো তোমার সাথে
আমি আমার জীবন।
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার।।
চাইলে আস্কারা পাক
বেঁচে থাকার কারণ,
আজকে হাত ছাড়া যাক
হুম.. ব্যাস্ততার আর বারণ,
লিখবো তোমার হাতে
আমি আমার মরণ।
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার,
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার,
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার।।