মানব বোমা

তোমায় ভালোবাসবো বলে
দেখতে চাই না আর তোমায়
তুমি বয়ে যেতে পারো
বেঁচে নেয়া নর্দমায়
শান্ত করতে চাই না কান্না
কোনো মিথ্যে শান্তনায়..
ছিন্ন-ভিন্ন হতে পারো
আমার এই মনোবোমায়..
ও.. ওও

উল্টো স্রোতে ভাসতে হলে
ভাসতে হ-লে
গতিবেগ বাড়ে কান্নার..
কাউকে ভালোবাসতে হ হলে
তুমি গান গেয়ো আমার..
শান্ত্রেয় পার খঞ্জ সাগরে
যদি বেঁচে থাকতে চাও
কাউকে ভালোবাসতে হ হলে..
তোমার হাতটা ধুয়ে নাও

পাথিও না আর সুবেচ্ছা
না দেখা করো না..
কোন ভরসাতে তোমায় বলবো
আত্মহত্যা করো না..
ও.. আজকে বৃষ্টি হচ্ছে আবার
ঠিক সেই রাতের মতোই
তোমার সেচ্ছা-মৃত্যুর ইচ্ছে
আমি দিচ্ছি করে সই..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *