সুন্দরী কমলা নাচে
বুকের মাঝে তোর নাম লিখেছি
বারংবার হাজার বার
বারংবার হাজার বার
বুকের মাঝে তোর নাম লিখেছি
আমি বুকের মাঝে তোর নাম লিখেছি
রেখেছি বসন্তী খামে
পড়ে লয়তো বাজে
ভালো করে বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো করে বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
রাতের অন্ধারে
তুমি আইসা চুপি শাড়ে
হাত ছুঁয়াইয়া ভাঙাইলা ঘুম
আহা মরি মরি
এখন আমি কি যে করি
মনের মাঝে ছড়াইয়া পারফিউম
রাতের অন্ধারে
তুমি আইসা চুপি শাড়ে
হাত ছুঁয়াইয়া ভাঙাইলা ঘুম
আহা মরি মরি
এখন আমি কি যে করি
মনের মাঝে ছড়াইয়া পারফিউম
বুকের মাঝে তোর নাম লিখেছি…
বুকের মাঝে তোর নাম লিখেছি
আমি বুকের মাঝে তোর নাম লিখেছি
রেখেছি বসন্তী খামে
পড়ে লয়তো বাজে
ভালো করে বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো করে বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
তোমার প্রেমের ছলে
আমার টাক্সির মিটারে চলি
প্যাসেঞ্জার এর হইলো বদনাম
প্রীতির জোরে মনের ট্রাফিক পুলিশ ধরে
পুরণ হইলো আমার মনস্কাম
তোমার প্রেমের ছলে
আমার টাক্সির মিটারে চলি
প্যাসেঞ্জার এর হইলো বদনাম
প্রীতির জোরে মনের ট্রাফিক পুলিশ ধরে
পুরণ হইলো আমার মনস্কাম
বুকের মাঝে তোর নাম লিখেছি…
বুকের মাঝে তোর নাম লিখেছি
আমি বুকের মাঝে তোর নাম লিখেছি
রেখেছি বসন্তী খামে
পড়ে লয়তো বাজে
ভালো করে বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো করে বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে।