ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো
ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো
ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো
ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে
ব্রাদার সেজে বক্ষ মাঝের
ওড়না হবো, ওড়না
ও চাঁদ, ও চাঁদ..
ও চাঁদ তুই কৃষ্ণকলি বৃষ্টি এলে
ও চাঁদ তুই আশকারা দিস জানলা খোলে
ও চাঁদ তোর পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে
কাঁচের চুড়ির দোকান আমার কেষ্টপুরে
কেষ্টপুরে, কেষ্টপুরে .
ও চাঁদ, ও চাঁদ..
ও চাঁদ তুই কেষ্টপুরের কৃষ্ণকলি
ও চাঁদ তোর জন্য আমি দোকান খুলি
কেস খেয়েছি কাজল চোখের হাই পাওয়ারে
প্রথম যেদিন ম্যাচিং চুড়ি কিনতে এলি
কিনতে এলি, কিনতে এলি …
ও চাঁদ, ও চাঁদ..
এরপর নীলনদের থেকে সাইন্স সিটি
বায়োলজি ও সার্কাসে রোজ লুকিয়ে চিঠি
ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না হয়ে
চলছিল বেশ নগর জীবন প্রেম পিরিতি
প্রেম পিরিতি, প্রেম পিরিতি …
ও চাঁদ, ও চাঁদ..
কিন্তু হঠাৎ সিগন্যালে প্রেম আটকে গেল
চাঁদের ফাদার ট্র্যাফিক সেজে হাত দেখালো
ও চাঁদ তোর এমবিবিএস বরের পাশে
গ্রুপ ফটোতে ব্রাদার সেজে থাকতে হলো
থাকতে হলো, থাকতে হলো…
ও চাঁদ, ও চাঁদ..