ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালোলাগে ওই আকাশের তারা গুনতে,
ভালোলাগে মেঘলা দিনে নিস্পলকে
রামধনু খুঁজতে..
বন্ধু, বন্ধু।
ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালোলাগে ওই আকাশের তারা গুনতে,
ভালোলাগে মেঘলা দিনে নিস্পলকে
রামধনু খুঁজতে ..
বন্ধু, বন্ধু।
কাব্য করে লিখতে বসা
কষ্টে শিষ্টে গান লেখা আনকোরা,
লাগামহীন সপ্তসুরে ছুটে ফেরে
যেন সাতটা ঘোড়া।
কাব্য করে লিখতে বসা
কষ্টে শিষ্টে গান লেখা আনকোরা, হায়
লাগামহীন সপ্তসুরে ছুটে ফেরে
যেন সাতটা ঘোড়া।
বুঝি তাও, তবু মন উধাও
বুঝি তাও, তবু মন উধাও
তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে।
ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালোলাগে ওই আকাশের তারা গুনতে,
ভালোলাগে মেঘলা দিনে নিস্পলকে
রামধনু খুঁজতে..
বন্ধু, বন্ধু।
মুখোমুখি বসে থাকা টিক্ টিক্ সময়টা বয়ে যায়
টিক্ টিক্ টিক্ টিক্,
চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়,
মুখোমুখি বসে থাকা টিক্ টিক্ সময়টা বয়ে যায়,
চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়।
বুঝি তাও, তবু মন উধাও
বুঝি তাও, তবু মন উধাও
তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে।
ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালোলাগে ওই আকাশের তারা গুনতে,
ভালোলাগে মেঘলা দিনে নিস্পলকে
রামধনু খুঁজতে..
বন্ধু, বন্ধু।