ghum-lyrics

Ghum Lyrics (ঘুম) Tahsan Khan | Minar Rahman

Ghum Lyrics (ঘুম) গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স – তাহসান খান ও মিনার রহমানের অসাধারণ এই গানটি অরি (Ari) অ্যালবাম থেকে। গীতিকার ও সুরকার মিনার রহমান, সঙ্গীত তাহসান খান। গল্প প্রোডাকশনের প্রযোজনায় জি সিরিজ থেকে প্রকাশিত।

গানের বিবরণ

🎵 গানের নাম: ঘুম (Ghum)
🎤 শিল্পী: তাহসান খানমিনার রহমান
📀 অ্যালবাম: অরি (Ari)
✍️ গীতিকার ও সুরকার: মিনার রহমান
🎼 সঙ্গীত পরিচালনা: তাহসান খান
🎬 পরিচালক: শিহাব শিকদার
📽️ সিনেমাটোগ্রাফার: শরাফত আলী শওকত
✂️ এডিট ও কালার: আশিকুল ইসলাম সাব্বির
🏢 প্রযোজনা: গল্প প্রোডাকশন
🏷️ লেবেল: জি সিরিজ

ঘুম গানের লিরিক্স (Ghum Song Lyrics in Bengali)

ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই,
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই?

কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

ঘুম জড়ানো পথটা ধরে
হাঁটছি বহুদূর,
আর ক্লান্ত চোখে ভ্রান্তিগুলোর
অবুঝ কোন সুর।
ব্যস্ত শহর বদলে গেছে
থমকে আছে সব,
আর বদলে যাওয়া ভাবনাগুলোর
নিরব কলরব।

কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

চার দেয়ালের হাতছানিতে
মোহের ভাঙ্গাগড়া,
আর রোজ বিকেলের সবটা জুড়ে
স্মৃতির পিছুতাড়া।
আনমনেতে প্রশ্নগুলোর
অলস অভিমান,
আর মরচে পড়া হারমনিকায়
ভুলের জয়গান।

কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

ঘুম (Ghum) গান সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

গান সম্পর্কে সাধারণ প্রশ্ন

১. “ঘুম” গানটির শিল্পী কে?

উত্তর: “ঘুম” গানটির শিল্পী হলেন তাহসান খান ও মিনার রহমান

২. গানটির গীতিকার ও সুরকার কে?

উত্তর: গানটির গীতিকার ও সুরকার হলেন মিনার রহমান

৩. গানটি কোন অ্যালবামের অংশ?

উত্তর: গানটি “অরি” (Ari) অ্যালবামের অন্তর্ভুক্ত।

৪. গানটির সঙ্গীত পরিচালক কে?

উত্তর: গানটির সঙ্গীত পরিচালক হলেন তাহসান খান

৫. গানটির মিউজিক ভিডিওর পরিচালক কে?

উত্তর: মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শিহাব শিকদার

গানের লিরিক্স সম্পর্কে প্রশ্ন

৬. “ঘুম জড়ানো রাতটা ঘিরে” – এই লাইনের অর্থ কী?

উত্তর: এই লাইনের মাধ্যমে গায়ক একাকী রাত জাগরণের অনুভূতি প্রকাশ করেছেন, যেখানে ঘুম আসছে না কিন্তু চারপাশ ঘুমে আচ্ছন্ন।

৭. “ফাগুন তুমি কই?” – এখানে ফাগুন কী বোঝানো হয়েছে?

উত্তর: এখানে ফাগুন প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, যা নতুন প্রাণের সঞ্চার, উৎসাহ বা প্রিয়তমার উপস্থিতিকে নির্দেশ করে।

৮. গানটির মূল বিষয় কী?

উত্তর: গানটির মূল বিষয় হলো অনুপস্থিত প্রিয়জনের জন্য আকুলতা, একাকীত্ব এবং স্মৃতিকাতরতা

আরও পড়ুনঃ Rongin Sutor Valobashay Lyrics (রঙিন সুতোর ভালোবাসায়) – Tahsan

টেকনিক্যাল প্রশ্ন

৯. গানটির প্রযোজনা প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: গানটির প্রযোজনা প্রতিষ্ঠান হলো গল্প প্রোডাকশন

১০. গানটি কোন মিউজিক লেবেলের অধীনে প্রকাশিত?

উত্তর: গানটি জি সিরিজ লেবেলের অধীনে প্রকাশিত।

১১. মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফার কে?

উত্তর: মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফার হলেন শরাফত আলী শওকত

১২. গানটির সম্পাদনা ও কালার গ্রেডিং কে করেছেন?

উত্তর: গানটির সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন আশিকুল ইসলাম সাব্বির

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *