ঢাকা – মিনার রহমান
তোমার চোখের ভোরের হাওয়ার প্রহর
কনক্রিটে বেঁচে আছো শীতের শহর…
জানিনো নি কখনো তুমি কতটা যে প্রিয়
আমার প্রেমের ধুলো গায়ে মেখে নিও
দূরে যাই তবু ঢাকা থেকে যায় মন…
কী করে বোঝাই তুমি কতটা আপন.. (x২)
জাদুর শহর তুমি, জ্বলে উঠো নামে
তিলোত্তমা প্রেমে, সংগ্রামে (x২)
দ্রোহে উজ্জ্বল তুমি, প্রেমে নমনীয়
আমার প্রেমের ধুলো গায়ে মেখে নিও
দূরে যাই তবু ঢাকা থেকে যায় মন…
কী করে বোঝাই তুমি কতটা আপন.. (x২)
প্রিয় জনপদ তুমি, শত বছরের
তোমাকেই ভালোবেসে চলি আসি ফের (x২)
আব্দারে, অধিকারে, থাকি তুকু দিও
আমার প্রেমের ধুলো গায়ে মেখে নিও
দূরে যাই তবু ঢাকা থেকে যায় মন…
কী করে বোঝাই তুমি কতটা আপন.. (x২)
কন্ঠশিল্পীঃ মিনার রহমান