এলে চুপি চুপি ছেলে মানুষি
এইভাবে আয় ঘুমের ঘরে
আরো কিছু গল্প বলে যা
এইভাবে আয় তুই এই বসোরে
কথা কিছু অপল বলে যা
আসমান জানে কোন পিছু টানে
তোর কাছে যাওয়া, চাওয়া, পাওয়া—
সব আমার
এলে চুপি চুপি ছেলে মানুষি
আর এই দিন ভালোবাসার
যাই তিলে তিলে গভীর জলে
থাকে বল, আর কী করার…
পাল তুলে মন গাঁ ভাসালো
তোর নীলে আর তোর সবুজে
স্বপ্ন হাজার জড়ো হলো
দেখতে আমায় সুযোগ বুঝে
রাখব আদরে, রাখব নালিশে
তোর কাছে আসা, যাওয়া, চাওয়া—
সব আমার
এলে চুপি চুপি ছেলে মানুষি
আর এই দিন ভালোবাসার
যাই তিলে তিলে গভীর জলে
থাকে বল, আর কী করার…
আসখারা মন পেলো বোলো
যেই না হঠাৎ তাকালি তুই
হো.. খাপছাড়া ইচ্ছে পাহাড়ও
নামালো রাত, আয় তোকে ছুঁই
আসমান জানে কোন পিছু টানে
তোর কাছে যাওয়া, চাওয়া, পাওয়া—
সব আমার
এলে চুপি চুপি ছেলে মানুষি
আর এই দিন ভালোবাসার
যাই তিলে তিলে গভীর জলে
থাকে বল, আর কী করার... (x2)
শিল্পীঃ আরমান মালেক ও অন্তরা মিত্র