Amar Ja Kichu Kotha Lyrics (আমার যা কিছু কথা) – Anwesshaa
আমার যা কিছু কথা
সুরে শোনাতে এলাম
তোমাদের কাছে এসে
সব সাজিয়ে দিলাম (x২)
আমার যা কিছু কথা
গানে গানে অভিমানে
বলেছি অনেক জমা কথা
কাছে এলে ভালোবেসে
দেখেছি লুকিয়ে রাখা ব্যথা (x২)
আমার যা কিছু আলো
ছড়িয়ে দিতে এলাম
তোমাদের সাথে মিশে
জীবনে সব যে পেলাম
আমার যা কিছু কথা
তুমি ছিলে প্রভু আছো
সবার হৃদয় বলুচরে
তবু কেনো ফুলগুলো
এমনি হঠাৎ ঝরে পড়ে (x২)
আমার করুণা ধারায়
সবাই বাঁচতে এলাম
তুমি আছো তাই প্রভু
নতুন জীবন পেলাম
আমার যা কিছু কথা…